ধবধবে সাদার ওপর হালকা খয়েরি ছোপওয়ালা বিড়ালের অবাধ বিচরণ ছিল বাড়িতে। কিন্তু সেই সুখ ছেড়ে মনের আরামের জন্য উন্মুখ হয়ে ছিল পুচু নামের একটি বিড়াল। নিরাপত্তার ঘেরাটোপে তার আর বাইরে বের হওয়া হতো না। দিন কাটতে থাকে এভাবেই। সেই চিরাচরিত জীবন বদলাতে আচমকা মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের বাংলোর ত্রিসীমানা পার হয়ে পোষা পুচু উধাও। পুচুকে খুঁজতে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন এডিএম উত্তম অধিকারীর মেয়ে অরুণিতা। প্রিয় ‘পুচু’র খোঁজ দিলেই ২০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল। পোস্ট দেখে পোষা প্রাণীর প্রতি স্নেহ নিয়েও বিস্তর আলোচনা চলে। অতিরিক্ত জেলাশাসক তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তা উত্তম অধিকারী বলেন, প্রায় দেড় বছর ধরে তাদের সঙ্গে আছে ওই বিড়ালটি। আদর করে তার নাম রেখেছেন ‘পুচু’। তার কথায়, মাস চারেক আগে একবার বাড়ি ছেড়েছিল বিড়ালটি। তবে ঘণ্টা সাতেক পরেই ফিরে আসে সে। কিন্তু এবার কালীপূজোর দিন বাংলোর মধ্যে একটি মেয়ে বিড়াল ঢুকে পড়েছিল। তারই পিছু নিয়ে সেই যে বাড়ি ছেড়ে পালিয়েছে, আজ পর্যন্ত আর ফেরেনি। এতেই স্পষ্ট, প্রেম পড়েই ঘর ছেড়েছে পুচু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct