সিলিন্ডারের মান ভালো না থাকায় বেশিরভাগ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলুন দেখে শিশুদের মধ্যে প্রবল আকর্ষণ তৈরি হয়। এই গ্যাস সিলিন্ডার যে কোনও সময় ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক সুলতানা রাজিয়া বলেন, সাধারণত বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করার কথা। বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ক'দিন আগে সাতটি শিশু নিহত হয়েছে। আসলে বেলুন বিক্রেতারা হিলিয়াম গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করছেন। অধ্যাপক রাজিয়া বলেন, যে সিলিন্ডারের ভেতরে হাইড্রোজেন গ্যাস থাকে সেখান থেকে যদি গ্যাস নির্গত হয় তাহলে বিস্ফোরণের ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু হিলিয়াম গ্যাস থাকলে বিপদ ততটা থাকে না। রাস্তাঘাটে যেভাবে সিলিন্ডারে গ্যাস ভরে বেলুন বিক্রি করা হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিতে হবে। এসব সিলিন্ডার থেকে হাইড্রোজেন গ্যাস লিকেজ হলে বিস্ফোরণ ঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct