বিগত ১২১ বছর ধরে পাকিস্তানে বন্দী রয়েছে একটি বটগাছ। অনেক আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল। আজও মুক্তি পায়নি সে। সারা গায়ে তার শিকল। বোর্ড লাগিয়ে সে দাঁড়িয়ে রয়েছে জনসমক্ষে। পাকিস্তানের শাসনব্যবস্থা বদলে গিয়েছে। বদলে গেছে সব কিছু। শুধু বন্দীদশা থেকে মুক্তি পায়নি বটগাছ। কোনও অপরাধ না করেও এই ভাবেই বন্দী অবস্থায় রয়েছে পাকিস্তানে পেশোয়ারের একটি বটগাছ! শুনলে মনে হয় অবিশ্বাস্য ঘটনা। কিন্তু পেশোয়ারে গেলে এই গাছ এখনও দেখতে পাবেন। তবে কেন বন্দী করা হয়েছিল একটি গাছকে? জানা গিয়েছে, ব্রিটিশ শাসনকালের একটি ঘটনা এই বন্দীত্বের পিছনে দায়ী। ১৮৯৮ সালে লান্ডি কোটাল সেনা ক্যান্টনমেন্টে এই গাছটিকে গ্রেফতার করা হয়েছিল। তার পর থেকে কোনও বিচার ছাড়াই বন্দী রয়েছে সে। শোনা যায়, ওই ক্যান্টনমেন্টে ব্রিটিশ সেনা অফিসার জেমস স্কোয়াইড নাকি মদ খেয়ে নেশা করেছিলেন এক দিন। সেই নেশার ঘোরে হাঁটার সময় দেখতে পান, বটগাছটি তার দিকে তেড়ে আসছে। ব্যস, সঙ্গে সঙ্গে সে অফিসারের হুকুম, অ্যারেস্ট করা হোক গাছটিকে। হুকুম মতোই কাজ হলো। পাইক-পেয়াদারা ছুটে এসে আষ্টেপৃষ্ঠে শিকল পরিয়ে দিল অত বড় গাছটিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct