আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজটি ভারতের জন্য কঠিন হবে মনে করছেন ভিভিএস লক্ষণ। তার মতে, ভারতীয় দলের মিডল অর্ডারে অভিজ্ঞতার অভাব থাকায় সিরিজটি রোহিত শর্মাদের জন্য বেশ কঠিন হবে। আগামী ৩ নভেম্বর রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামের ম্যাচ দিয়ে শুরু হওয়া সিরিজে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।
সেটা মাথায় রেখে লক্ষ্মণ বলেন, ‘সফরকারী বাংলাদেশ একটি শক্তিশালী দল হওয়ায় ভারতের জন্য সিরিজটি বেশ কঠিন হবে। তবে আমি মনে করি, ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতবে। অবশ্য রোহিত ও কেএল রাহুল এই মুহূর্তে ফর্মে আছে, শিখর ধারওয়ানও নিজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তাই শক্তিশালী ব্যাটিং লাইনআপ দিয়ে ভারতই সিরিজ জিতবে বলে আমি মনে করি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী হওয়ায় ভারতের মাটিতে ভারতকে হারাতে এটাই তাদের সেরা সুযোগ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct