দেশের অন্যতম বৃহৎ মোবাইল পরিষেবা সংস্থা ভোদাফোন এবার ভারত ছেড়ে চলে যাচ্ছে। এ নিয়ে এখন জোর জল্পনা সোশ্যাল মিডিয়া সহ শিল্প মহলে। এ নিয়ে সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে ভোদাফোনের তরফে কোনো উত্তর না মেলায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ভোদাফোন এ নিয়ে নীরব থাকায় এখন মনে করা হচ্ছে তারা বিপুল ক্ষতির মুখে পড়ে সত্যি ভারত ছেড়ে চলে যেতে স্থির করে ফেলেছে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে ভোদাফোন আইডিয়াকে নির্দেশ দিয়েছে তাদেরকে প্রায় ২৮ হাজার কোটি টাকা জরিমানা দিতে হবে টেলিকম অথরিটিকে। এর পরই ভোদাফোন ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে মুখ খোলেননি ভোদাফোনের গ্রূপ হেড ও মুখপাত্র বেন পাদভান। তাই , শ্যাম টেলিকমের টেলিনরের মতো ভোদাফোন এবার ভারত থেকে পাততাড়ি গুটিয়ে চলে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct