ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক শাকিব আল হাসানকে দুই বছরের জন নিষিদ্ধ করেছে আইসিসি। এক বছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে।
এদিন এক বিজ্ঞপ্তিতে শাকিবের এই শাস্তির ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।অপরাধ এবং শাস্তি দুটোই মেনে নেওয়ায় শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে না শাকিবের। শাকিবের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। যেগুলি হল, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ কিংবা ২০১৮ সালের বিপিএলে দুর্নীতির প্রস্তাব পাওয়ার পরও আকসুর কাছে পুরো তথ্য প্রকাশ না করতে পারা। ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয়বারের মতো দুর্নীতির প্রস্তাব পাওয়ার পরও আকসুকে জানাতে ব্যর্থ হওয়া। ২০১৮ সালের ২৬ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় দুর্নীতির প্রস্তাব পাওয়ার কথা আকসুর কাছে প্রকাশে ব্যর্থ হওয়া। তিনটি অভিযোগই মেনে নিয়েছেন শাকিব।এর ফলে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ফের মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct