এনআরসি-র নামে পশ্চিমবঙ্গের একজন মানুষকেও রাজ্য ছাড়া হতে হবে না। ভারতের প্রতিটি নাগরিকই মাথা তুলে তার অধিকারে বাংলায় থাকবেন।এমনই আশ্বাস দিয়েছেন পৌর ও নগরোয়ন্ননমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এর আগে গত ৩১ আগস্ট অসামে প্রকাশিত এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখের বেশি নাম। যার মধ্যে প্রায় ১১ লক্ষ হিন্দু বাঙালি। এর আগে বিজেপি জানিয়েছিল, কেন্দ্রে তারা ক্ষমতায় এলে বাংলায় এনআরসি চালু করবে। যদিও এনআরসি চালু করার ব্যাপারে এখনও তারা সরকারিভাবে কিছুই ঘোষণা করেনি। তবু অসামের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাংলাতেও। নাগরিকত্বের প্রশ্নে প্রমাণ বা নথি সংগ্রহের জন্য বিডিও অফিস, পৌরসভা, কর্পোরেশন, ব্যাংক, পোস্ট অফিস-এ ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কখনও কখনও আত্মহত্যা, মৃত্যুর ঘটনাও ঘটছে।
সেই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'এনআরসি নিয়ে সব জায়গায় আতঙ্ক রয়েছে। কলকাতা পৌরসভার সব জায়গাতেই ভিড় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি টেলিভিশনের মাধ্যমে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। আমাদের তরফেও আবেদন জানানো হচ্ছে। কারোর কোনও ভয় পাওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গের একটিও মানুষকে এনআরসির জন্য রাজ্য ছাড়তে হবে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct