লন্ডনের বাসিন্দা কেভিন মুডি। তিনি পেশায় একজন ছাদকর্মী। ক'দিন আগে তার শেডের চাবি খুঁজতে গিয়ে ড্রয়ারে পেলেন ২০ বছরের পুরানো একটি নোকিয়া ৩৩১০ মোবাইল ফোন।আশ্চর্যের বিষয় মোবাইল ফোনটি তখনও চালু অবস্থায় ছিল। এবং ওই মোবাইলটির ব্যাটারিতে তখনও ৭০ শতাংশ চার্জ ছিল। নোকিয়া ৩৩১০ মোবাইল ফোনে এটা সম্ভব হলো কীভাবে? এই প্রশ্ন তখন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কারণ ফোনটি ড্রয়ারে রেখে দেওয়ার আগে শেষ কবে চার্জ দিয়েছিলেন তা তিনি মনে করতে পারেননি। এই খবর শোনার পর ইয়েশায়ার কলেজের শিক্ষক ড. ইভান বেগপ জানান, নোকিয়া ৩৩১০ ব্যাটারি চিরন্তন চলাফেরার মতো। বৈজ্ঞানিকভাবে এমন ঘটনা সম্ভব নয়। মনে হচ্ছে নোকিয়া ৩৩১০ ফোনের ব্যাটারি নবায়নযোগ্য শক্তির উৎস। এই ব্যাটারি যে কোনও সময় পুরো শহরটিকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে সক্ষম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct