একজন দক্ষ অধিনায়ক হিসেবে গোটা বিশ্বের সামনে ভারতীয় ক্রিকেট দলকে একটা আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তিনি ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক রাজনীতির গণ্ডি পেরিয়ে সক্রিয় রাজনীতিতেও সফল হবেন বলে আশাবাদী শেহবাগ। ভবিষ্যতে সৌরভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারেন বলে মনে করছেন নজফগড়ের নবাব। শেহবাগের দাবি, সৌরভ গাঙ্গুলির সম্পর্কে তিনি দু'টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার প্রথমটি ইতোমধ্যেই প্রমাণিত। দ্বিতীয়টি ঘটার অপেক্ষায় রয়েছেন তিনি। কী ভবিষ্যদ্বাণী করেছিলেন শেহবাগ? এ বিষয়ে বীরু বলেন, ' যখন প্রথম শুনলাম দাদা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন, তখন ২০০৭ সালের কেপ টাউনের একটা ঘটনার কথা মনে পড়ল। কেপ টাউনের সেই ম্যাচে আমি আর ওয়াসিম জাফর তাড়াতাড়ি আউট হয়ে যায়। শচীনের চার নম্বরে ব্যাট করার কথা ছিল। কিন্তু তিনি কোনো কারণে মাঠে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। সেই সময় সৌরভকে বলা হলো চার নম্বরে ব্যাট করতে। দাদা দীর্ঘদিন বাদে দলে ফিরছিলেন। আর দক্ষিণ আফ্রিকায় প্রচুর চাপ ছিল সেই সময়। কিন্তু সেই চাপ যেভাবে তিনি সামলালেন, সেটা শুধু তিনিই পারতেন। সেদিনই আমরা ড্রেসিং রুমে সবাই মিলে ঠিক করি। যদি কোনো দিন আমাদের মধ্যে কেউ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে তিনি হবেন দাদা। আমি তো এটাও বলেছিলাম, যে দাদা একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। একটা ভবিষ্যদ্বাণী পূরণ হয়ে গিয়েছে। আর একটা পূরণ হওয়ার অপেক্ষায় আছি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct