২০১৮ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিনবার জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। কিন্তু তিনি একটা প্রস্তাবও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জানাননি।এজন্য আইসিসির দুর্নীতি-বিরোধী নীতিমালার ২.৪.৪ ধারার তিনটি আইন লঙ্ঘনের অপরাধে শাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে অভিযোগ স্বীকার করে নেওয়ায় দুই বছরের জন্য মধ্যে এক বছর থাকছে স্থগিত নিষেধাজ্ঞা। ফলে এক বছর পর খেলতে পারবেন শাকিব, কিন্তু এক্ষেত্রে আইসিসির দেওয়া নিয়ম-কানুন মেনে চলতে হবে। কিন্তু আবারও অপরাধ করলে ওই স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে। জানা গিয়েছে, ২.৪.৪ ধারা: ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ অথবা আইপিএলের সময় জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন শাকিব। সেটা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) কাছে জানাননি তিনি। এছাড়া ২.৪.৪ ধারা: ২০১৮ সালের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার একটি ম্যাচের আগে শাকিবকে আবারও ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেটাও তিনি জানাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct