খাঁটি সোনা অনেকে চিনতে পারেন না। মোটা টাকা খরচ করেই অনেকে সোনা কেনেন।কিন্তু সেই সোনায় খাদ বেশি থাকায় বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না। সোনার দাম এখন আকাশছোঁয়া। ২২ ক্যারেট সোনার ভরি এখন ৩৭ হাজার ৭৫০ টাকার কাছাকাছি। যদিও সোনা কেনার আগে খাঁটি সোনা চেনাটা খুবই জরুরি। প্রথমত, ২৪ ক্যারেট সোনাই হলো খাঁটি। ২৪ ক্যারেট সোনা হল ৯৯ দশমিক ৯ শতাংশ খাঁটি সোনা। কিন্তু একেবারে খাঁটি সোনা দিয়ে গহনা তৈরি করা যায় না। গহনার জন্য প্রয়োজন হয় সামান্য খাদের। দোকানে সাধারণত ২২ ক্যারেট সোনা দিয়েই গহনা তৈরি হয়। তাই লক্ষ্য রাখতে হবে, ২২ ক্যারেটের সোনাই যেন দেওয়া হয়। ২২ ক্যারেট সোনা মানে ৯১ দশমিক ৬ শতাংশ খাঁটি সোনা। ২১ ক্যারাটে থাকে ৮৭ শতাংশ, ১৮ ক্যারেটে থাকে ৭৫ শতাংশ সোনা। অনেক ক্ষেত্রে ২২ এবং ২১ ক্যারেট সোনা দিয়েই বেশি গহনা তৈরি করা হয়। এ সবের মধ্যে স্পেকট্রোমিটার নামক একটি যন্ত্র দিয়ে মাপার সময় আপনি সোনায় খাদ থাকলে সহজেই ধরতে পারবেন। ওই যন্ত্রই বলে দেবে কত ক্যারেটের সোনা আপনাকে দেওয়া হয়েছে। সুতরাং স্পেকট্রোমিটার মেশিনে মেপে আপনার সোনার খাদ যাচাই করে তবেই সোনা কিনুন। এ ছাড়া দেখুন হলমার্ক। তাতে বিক্রির সময়ে খাদ বাদ যাবে না। কেবল মজুরিটুকুই বাদ যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct