পায়রা খেয়ে ফেলার অপরাধে একটি বিড়ালকে হত্যা করে ফেসবুকে ভাইরাল করার ঘটনায় মামলা হল। ঢাকার এএলবি এনিম্যাল সেন্টার অর্গানাইজেশনের হেড অব অপারেশন কর্মকর্তা ফারজানা জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয় বন্দরের মদনগঞ্জ বসুন্ধরা এলাকার রাব্বি হাসানকে। জানা গিয়েছে, রাব্বি হাসানের বেশ কয়েকটি পায়রা মেরে ফেলায় একটি বিড়ালে মেরে ফেলে। এতে করে সে ক্ষিপ্ত হয়ে বিড়ালটিকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে এবং হত্যার ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করে। ফেসবুকের পোস্টটি এএলবি এনিম্যাল সেন্টার অর্গানাইজেশনের চোখে পড়ে। এ ঘটনায় এএলবি কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি পর্যবেক্ষণ করেন। পরে তারা থানায় এসে প্রাণী কল্যাণ আইন ২০১৯ ধারার ৭ এর ২নং উপধারায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিড়াল হত্যাকারীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct