দক্ষিণ দিনাজপুরের গ্রামে সৌরশক্তি ব্যবহার করে পানীয় জল সরবরাহের উদ্যোগ নিল জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চেয়েতের মোস্তাপুর এলাকায় বসানো হয়েছে পানীয় জলের ট্যাঙ্ক। যা ভর্তি করা হবে সৌরশক্তি চালিত বিদ্যুৎ দ্বারা। এটি থেকে শীত, গ্রীষ্ম ও বর্ষা একইভাবে বিশুদ্ধ পানীয় জল পাবে এলাকাবাসী। এমন আরও সৌরবিদ্যুৎ যুক্ত জলের ট্যাঙ্ক আগামী দিনে বসানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
গ্রীষ্মকালের পর থেকে জল কষ্ট দেখা দেয় দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে তপন, বংশীহারী, হরিরামপুরে প্রচণ্ড জল কষ্ট দেখা দেয়। তপন সংলগ্ন বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের মোস্তাফাপুর এলাকাটাও অনেকটা উঁচু। ফলে শীত পড়তেই এখানে জলকষ্ট প্রবল হয়ে ওঠে। মার্কটু টিউবওয়েল এখানে একমাত্র পানীয় জলের উৎস। হয়। তাই এবার এলাকায় বিশুদ্ধ পানীয় জলের জন্য বালুরঘাট পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত ব্যবহার করছে সৌর বিদ্যুৎকে। লক্ষাধিক টাকা ব্যয়ে BADP ফান্ড থেকে এটি তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আরও এমন জলের ট্যাঙ্ক তৈরি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।