আসন্ন সফরে বাংলাদেশ ক্রিকেট দলের তিন ম্যাচের টি-২০ ও দুই টেস্টের সিরিজের আগে দিল্লির বায়ু দূষণ নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড । দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।কিন্তু সেখানকার বায়ু দূষন নিয়ে এখন বেশি চিন্তিত বিসিসিআই। দুই বছর আগে ভারত-শ্রীলংকার মধ্যে হওয়া টেস্টে এখানকার বায়ু দূষণ এতটাই প্রকট হয়ে উঠেছিল যে, সফরকারী খেলোয়াড়রা ‘মাস্ক’ পড়তে বাধ্য হয়েছিলেন। আগামী ৩ নভেম্বর এই দিল্লিতেই টি-২০ ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দিল্লির বায়ুদূষণ তৈরি করছে আশঙ্কা। দিপাবলী একটি অন্যতম বড় ধর্ধীয় উৎসব। এ উৎসবের সময়ই দিল্লির বায়ুদূষণের মাত্রা তীব্রতর হয়। এই দিপাবলীর কয়েক দিন পরই দিল্লিতে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ইতোমধ্যেই দিল্লির বাতাসকে ‘খুব খারাপ’ হিসেবে চিহ্নিত করেছে। একিউআইয়ের মানদন্ড অনুযায়ী, দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০, যা শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে ৩ নভেম্বরের ম্যাচটির ভেন্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct