একাকী (কবিতা)
সেখ আব্দুল মান্নান
নীলাম্বর, দেখ ফিরোজা আকাশ পানে
নির্নিমেষ চেয়ে আমি বিন্দাস আছি
তোমাকে ছাড়া একাকী,
যেদিন তুমি স্বার্থপরের মতো
আমায় একলা ফেলে
চুপিসারে চলে গেলে বৈকুণ্ঠে,
সেদিন থেকে নির্বাক নিশ্চল
চোখের জল ফেলতে ফেলতে
শুকিয়ে গেছে আমার অশ্রু নদী।
খাঁচার ভেতর থেকে জুলজুল চেয়ে
গুনেছি পল অণুপল
ফিরে আসো যদি,
বৈকুন্ঠে গেলে কেউ ফিরে আসে না
সেই বোধোদয়ে আমার পোস্ত দানা হৃদয়
এখন আত্ম বিশ্বাসে টইটম্বুর,
পরোয়া করিনা আর
তোমার মায়া মমতার।
তুমি সুখের পায়রা হয়ে
আকন্ঠ সুখে আমার গর্ভে
রোপন করেছিলে ভ্রূণ ডিম,
আমার বুকের ওমে
তোমার ডিম ফোটা সন্তানেরা
করছে খেলা খোলা আকাশে,
বন্দি খাঁচায় বসে সন্তান সুখে
অক্লেশে করছি পার প্রতিক্ষণ।
বয়েই গেছে একাকিত্ব কে
প্রশ্রয় দিতে একান্তে,
রাশি সহানুভূতি নিয়ে দুবেলা
আমার দৃপ্ত চোখের পানে
তুমি অবিচল চেয়ে
খুঁজবে না একাকিত্বের মানে।
নীলাম্বর, তুমি তো জানো
ঈশ্বর এক এবং অদ্বিতীয়,
সে একা বিশ্ব ব্রহ্মাণ্ডের
সুখ দুঃখের রাজাধিরাজ,
সে তো কখনো বিচলিত নয়
তার স্বার্থ সুখের জন্যে,
তাই আমি কখনোই হবো না আর
তোমার চিন্তায় হন্যে!
আমরা দুজনেই তো একদিন
পৃথিবীতে এসেছিলাম একা একা,
সৃষ্টির উন্মাদনায় আমাদের
হয়েছে দেখা, নীরবে নিভৃতে,
কটাদিন পর একলা ফেলে
তুমি গেছো চলে অচিনপুরে,
আমি আর সোনালী স্মৃতি হাতড়ে
বিব্রত করব না নিজেকে,
এখন আমি আমার একাকিত্বের সাথী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct