এবার প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বন্ধ করতে এবার গরুকে মাঠে নামালেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের আহমেদাবাদের গান্ধিনগরের কালোলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেন। বাজারে কেনাকাটা করার জন্য কাপড়ের ব্যাগ ব্যবহার করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান অমিত শাহ। সেই সময় তিনি বলেন, 'জমিতে জড়ো হওয়া প্লাস্টিকের বর্জ্য বৃষ্টির জল মাটিতে মিশে যেতে দেয় না। সেই প্লাস্টিক গরু খেয়ে ফেললে তারা মরেও যাচ্ছে।' অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, 'আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে একটি করে ব্যাগ দেওয়া হয়েছে। আমাদের এই কাপড়ের ব্যাগটি শাকসবজি এবং মুদির দোকানের জিনিস কিনতে ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করুন। প্লাস্টিকের ব্যাগ নষ্ট হতে ৪০০ বছরেরও বেশি সময় লাগে। হাজার হাজার পরিবার যদি বিকল্প ব্যবস্থা গ্রহণ করে এবং প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বন্ধ করে দেয় তবে পৃথিবী দূষণ থেকে রক্ষা পাবে।'