অসামের ডিটেনশন ক্যাম্পে আরও এক বন্দির মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত মৃতদেহ নেবে না বলে জানিয়ে দিয়েছে। এ নিয়ে অসামের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। মৃত বন্দির নাম ফালু দাস (৭০)। গুয়াহাটির মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন তিনি। তার বাড়ি অসামের নলবাড়ি জেলার চাতেমাড়ি গ্রামে। অবৈধ বাংলাদেশি তকমা লাগিয়ে তাকে অসামের ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছিল। অসামের মানবাধিকার সংগঠন ‘আমরা বাঙালি’র সচিব এবং নাগরিক অধিকার রক্ষা কমিটির সচিব প্রধান সাধন পুরকায়স্থ বলেন, অসামের ৬টি ডিটেনশন ক্যাম্পে না খেয়ে, উপযুক্ত চিকিৎসা না পেয়ে ও কারারক্ষীদের জুলুমের শিকার বন্দিদের মৃত্যু হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct