৩০ জন বাংলাদেশীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভিসা না থাকায় কারণে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুতে বসবাসকারী অন্যান্য বাংলাদেশীদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। অবৈধ প্রমাণ হলেই আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে বেঙ্গালুরুর পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল বলেছেন, 'ভারতীয় আইন অনুযায়ী বিদেশি (শরণার্থী/আশ্রয় প্রার্থী) নিবন্ধন নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকতৃাগণ ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।উল্লেখ্য, অনেক দিন আগে থেকেই আসাম রাজ্যে প্রথম নাগরিক পঞ্জির (এনআরসি) নামে বাংলাদেশী উচ্ছেদের নীল নকশা আঁকা হয়েছিল। তারপর আরো কয়েক রাজ্যেও নাগরিক পঞ্জির পরিকল্পনায় কাজও শুরু হয়। উত্তর প্রদেশে বাঙ্গালিদের ব্যাপারে পুলিশি অভিযানও চালানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct