মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি ক্ষমতাসীন বিজেপি। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রত্যাশার তুলনায় অনেক কম আসন পেয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, হরিয়ানায় অপ্রত্যাশিতভাবে বিজেপিকে জোর টক্কর দিচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেস। হরিয়ানায় খাট্টার সরকার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। মহারাষ্ট্রে অপ্রত্যাশিত ভাবেই কমেছে আসন সংখ্যা। যেটা রীতিমতো নজরে পড়ার মতো। অন্যদিকে হরিয়ানায় ত্রিশঙ্কুর পথে এগিয়েছে। এক্ষেত্রেও বিজেপির জনপ্রিয়তা প্রশ্নের মুখে। দুক্ষেত্রেই প্রশ্ন উঠেছে নেতৃত্ব নিয়ে। ফড়নবীশের মতো জনপ্রিয় মুখ্যমন্ত্রীর পাঁচ বছরে দলকে এই জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছে, তা ভাবতে একটু অসুবিধাই হবে বিজেপি শিবিরের। তার থেকেও বেশি প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ জুটির নেতৃত্ব নিয়ে। বর্তমান রাজনীতিতে বিজেপি শিবিরে যাঁদের চাণক্য আর চন্দ্রগুপ্তের জুটি বলা হয়ে সেই জুটির জনপ্রিয়তা যে ধীরে ধীরে কমতে শুরু করেছে সেটা স্পষ্ট করে দিয়েছে এই দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল। এদিকে, হরিয়ানায় নয়া চাল চেলেছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা জানিয়ে দিয়েছেন, এটা কংগ্রেস, জেজেপি, আইএনএলডি ও নির্দলদের সময়। সকলে মিলে একজোট হয়ে শক্তিশালী সরকার গড়তে হবে। হরিয়ানায় বিজেপি এগিয়ে থাকলেও, সরকার গড়ার চাবি জেজেপি-র হাতে। কারণ, বিরোধীরা একজোট হলে হরিয়ানা দখল করতে পারবে না গেরুয়া বাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct