হাইটেক যুগে সাধারণ মানুষ এখন নিজের মাতৃভাষার বাইরেও অন্য বহু ভাষা শিখতে চান। তাদের জন্যও ইন্টারনেটে কনটেন্টের অভাব নেই। অনেকেই আবার উচ্চশিক্ষার জন্য যেতে চান জার্মানি, ইতালি, ফ্র্যান্স বা ইউরোপ-আমেরিকার অন্য কোনো দেশে। তাদের জন্য ইংরেজির বাইরেও সেই দেশের স্থানীয় ভাষাটি জানা জরুরি। পুরোপুরি দক্ষ না হলেও অত্যন্ত চলনসই জ্ঞানটা থাকলে সেটা কাজে লাগবেই। আবার কেউ কেউ শখের বশেই শিখতে চান অন কোনো ভাষা। সেক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউট না গিয়েও শুধু ইন্টারনেটের মাধ্যমেই সেই ভাষার প্রাথমিক জ্ঞানটুকু অর্জন করা সম্ভব। ভাষা শিক্ষার জন্য এমন শত শত ওয়েব সাইট রয়েছে। এর মধ্য থেকে বিনামূল্যে ব্যবহার করা যায়। যেগুলি হল বুসু ডটকম, ডুয়োলিংগো ডটকম,ফরেন সার্ভিসেস ইনস্টিটিউট, লাইভমোচা ডটকম, মেমরিস ডটকম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct