যেসব এলাকায় মানুষ বেশি ভিড় জমায়, সেই সব জায়গায় দুষ্কৃতিদের ধরতে নতুন এক প্রযুক্তি আনছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এবার থেকে সেই সব জায়গায় ইনস্টল করা হচ্ছে নতুন এক সফটওয়্যার। যার নাম ‘ফেস রেকগনিশন সফটওয়্যার’। ‘ফেস রেকগনিশন সফটওয়্যারের’ মাধ্যমে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা চোর, ডাকাত, ছিনতাইকারী, পকেটমার ও দুষ্কৃতিদের সহজে ধরে ফেলবে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এরইমধ্যে কলকাতার বিভিন্ন বাজার, শপিং মলসহ ভিড়ের স্থানে লাগানো সিসিটিভিতে এই সফটওয়্যার ইনস্টল করতে শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। এ ছাড়া কলকাতা শহরের বিভিন্ন সড়কে লাগানো আছে সিসিটিভি। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার কন্ট্রোল রুম থেকে এসব সিসিটিভির ওপর নজরদারি করা হয়। নতুন এই সফটওয়্যারের মাধ্যমে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা দুষ্কৃতকারীদের সহজে শনাক্ত করতে পারবে কলকাতা পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct