বাংলাদেশে যাওয়া পেঁয়াজের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এই অবস্থায় অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করলেও চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ। কয়েক দফায় ভারতের কাছে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানালে শেষমেষ ভারতীয় পেঁয়াজ রপ্তানিতে সম্মতি দিয়েছে ভারত। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে শীঘ্রই পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আশ্বস্ত করেছে দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে। আমাকে আশ্বস্ত করে তিনি বলেছেন, মহারাষ্ট্র রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হলেই পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তাঁরা।' প্রসঙ্গত, ভারতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্রে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct