সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর অভিযান শুরু হওয়ার পর ইউরোপের অনেক দেশ তুরস্কে তাদের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। এখানে প্রশ্ন, কারা তুরস্ককে এতো অস্ত্র জোগান দেয়? জানা গিয়েছে, তুরস্কের কাছে সবচেয়ে বেশি পরিমান অস্ত্র বিক্রি করে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ। অতি সম্প্রতি তুরস্ক রাশিয়ার কাছ থেকেও ক্ষেপণাস্ত্র কিনেছে। এখন কোন কোন দেশ তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, কানাডা, সুইডেন এবং ইংল্যান্ড। তবে ব্রিটিশ বিদেশমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, 'তুরস্কের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে ব্রিটেন, কিন্তু অস্ত্র রপ্তানির জন্যে নতুন লাইসেন্স দেওয়া হবে না। কারণ এসব অস্ত্র সিরিয়ায় তুর্কী সামরিক অভিযানে ব্যবহার করা হতে পারে। জার্মানি ও স্পেন বলছে, তাদের নিষেধাজ্ঞা শুধু নতুন চুক্তির ক্ষেত্রে কার্যকর হবে। ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর কোন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনুমোদন করেনি। তুরস্কের কাছে অবশ্য সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করতো আমেরিকা।২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির কাছে যতো অস্ত্র বিক্রি করা হয়েছে তার ৬০% করেছে মাকিন যুক্তরাষ্ট্র। আর ইউরোপের যেসব দেশ তুরস্কের কাছে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে সেগুলো হচ্ছে: ফ্রান্স, স্পেন এবং ব্রিটেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct