বাহুবলী! মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড তৈরি করচলেছে। এবারে এই ছবি ভাঙল ১৪৮ বছরের প্রথা। লন্ডনের রয়্যাল আলবার্ট হলে বিশেষ প্রদশর্নী হল এসএস রাজামৌলি পরিচালিত ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর। এই প্রথমবার অ্যালবার্ট হলে ইংরেজী ছাড়া অন্য কোনও ভাষার ছবি দেখানো হল।
সোশাল নেটওয়ার্কিং সাইটে ‘বাহুবলী’-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের সৌজন্যে জানা গিয়েছে, রয়্যাল অ্যালবার্ট হলে দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ছবিকে অভিবাদন জানিয়েছেন।
ভারতীয় সিনেমার ইতিহাসে বাহুবলী এক মাইফলক। এই ছবির নিরিখেই বিশ্ব দরবারে আরও একবার নিজের জায়গা করে নিল। বাহুবলী-র স্ক্রিনিয়ের জন্যই লন্ডন রয়েছেন প্রভাস, রানা ডগ্গুবাতি, অনুষ্কা শেঠি ও পরিচালক এস এস রাজামৌলি।
প্রসঙ্গত, রয়্যাল অ্যালবার্ট হল ১৪৮ বছরের পুরনো এবং লন্ডনের ইতিহাসে এর আগে ইংরাজী ছাড়া অন্য কোনও ভাষার ছবি প্রদর্শিত হয়নি। সেদিক থেকে আরও একবার নজির গড়ল ‘বাহুবলী’।
এমনকি অ্যালবার্ট হলে এস এস রাজামৌলীর এই ছবি দেখতে জাপান থেকে দর্শক এসেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct