ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই-এর প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বুধবার বিসিসিআইয়ের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তবে তিনি ১০ মাসের জন্যে এই দায়িত্বে থাকবেন।
এই দায়িত্বভার বুঝে নেওয়ার পর মহারাজ বলেন, তিনি এই গুরু দায়িত্ব পেয়ে গর্বিত। এবার দেশের ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ হবেন। ক্রিকেটের জন্য কিছু করবেন।
এর আগেও পশ্চিমবাংলার ক্রিকেট সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)র সভাপতি ছিলেন গাঙ্গুলি। ২০১৫ সালে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব তুলে নিয়েছিলেন 'মহারাজ'।
৪৭ বছরের এই প্রাক্তন ক্রিকেটার জগমোহন ডালমিয়ার সাফল্যকেই ভারতীয় ক্রিকেটে এগিয়ে নিয়ে যেতে চান মহারাজ। তিনি এখন ভারতীয় ক্রিকেটের মহারাজ হিসেবেই এগিয়ে যেতে চান।
অন্যদিকে, বিসিসিআইয়ের
বোর্ড সচিবের পদে থাকবেন অমিত শাহ পুত্র জয় শাহ। কোষাধ্যক্ষ হচ্ছেন অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct