ভারতে কোনও জনপ্রিয় নেতা ছিলেন না বলেই মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছেন। বক্তা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার মনে হয় যেকোনো সরকারের কাজের প্রেক্ষিতেই মানুষ ভোট দেয়। মোদি ছাড়া ভোট পাওয়ার যোগ্য কেউ ছিল না মানুষের কাছে।' সরকারি দল নীতির ফলে নির্বাচনে জয়ী হয়, এমন তত্ত্ব মানতে নারাজ অভিজিৎ। তিনি আরও বলেন, 'মোদি জিতেছেন বলে তার নেওয়া সব সিদ্ধান্ত সঠিক নয়।' তবে মোদির জনপ্রিয়তার কৃতিত্ব স্বীকার করেন তিনি। একই সঙ্গে কেন্দ্রের বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, 'দেশে এখন প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস বেশির ভাগ ক্ষেত্রেই দুর্বল। দেশে এই মুহূর্তে একটি শক্তিশালী বিরোধী দলের খুব প্রয়োজন।'