বিশ্বের মোট ৯টি দেশের ৩ লক্ষ ৪০ হাজার কর্মী আগামী পাঁচ বছরের মধ্যে নেওয়ার কথা জানিয়ে দিল জাপান সরকার। ১৪টি বিভাগে কর্মী নিতে অভিবাসন নীতি শিথিল করেছে এশিয়ার ধনী দেশটি। তবে মধ্যপ্রাচ্যের মতো অদক্ষ কর্মী নেবে না তারা। বিনা খরচে জাপান গিয়ে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে চাকরি পেতে হতে হবে দক্ষ। ভারত, পাকিস্তান, বাংলাদেশের কর্মীদের জাপান যেতে কী যোগ্যতা লাগবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমত, কর্মী হিসেবে জাপান যেতে চাইলে, কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি। মহিলা প্রার্থীরা পাঁচ ফুট উচ্চতা থাকলেই আবেদন করতে পারবেন। প্রার্থীদের শারীরিকভাবে নিরোগ, সবল হতে হবে। শুধুমাত্র ২০ থেকে ২৮ বছর বয়সীরাই আবেদন করতে পারবেন। জাপান যেতে আগ্রহীদের জাপানি ভাষা জানা থাকতে হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৩২টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ছয় মাস মেয়াদী জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চলছে। এখানে জাপানি ভাষার এন ফোর লেভেল সম্পন্নকারীরা জাপান যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীরা যে খাতে কাজ করতে আগ্রহী, সে বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। আরও জানানো হয়েছে, যাদের উপরে উল্লেখিত যোগ্যতা রয়েছে শুধুমাত্র তারাই বিনা খরচে জাপানে যাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct