উদারপন্থি রাজনৈতিক জাস্টিন ট্রুডো টানা দ্বিতীয়বার জয়লাভ করলেন। কানাডায় ৪৩তম জাতীয় নির্বাচনে মোট ১৫৬ আসন পেয়ে জয়ী হয়েছে ট্রুডোর রাজনৈতিক দল লিবারেল পার্টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৪টি আসনের প্রয়োজন।
এবারে নির্বাচনে ট্রুডোর প্রধান প্রতিপক্ষ ছিল কনজারভেটিভ দলের নেতা অ্যানড্রু শীর। তাঁর দল এবারে পেয়েছে ১২২ আসন। যেখানে গত নির্বাচনে তাঁর দল পেয়েছিল মাত্র ৯৫টি আসনে। হাউস অব কমন্সের ৩৩৮ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করতে চাইলে তাদের কমপক্ষে ১৭২টি আসনে জয় পাওয়া প্রয়োজন। কিন্তু এবারে সংখ্যাগরিষ্ঠতা কোন দলই পাইনি।
নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিক্রিয়ায় জাস্টিন ট্রুডো বলেছেন, ‘এ বিজয় আমার একার নয়, আপনাদের সবার। আপনারা আমাকে যে সম্মান এবং দায়িত্ব দিয়েছেন; গত চার বছর যেভাবে পালন করেছি, আগামী দিনগুলোতে আরও ভালোভাবে পালন করতে চাই।’
জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব, আপনাদের সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ।’
পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচারণা শেষে সোমবার হাউস অব কমন্সের ৩৩৮ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। যেখানে মোট ছয়টি রাজনৈতিক দল লিবারেল, কনজারভেটিভ, ব্লক কুবেকুয়া, নিউ ডেমোক্রেটিক, গ্রিন এবং পিপলস পার্টি অব কানাডা প্রতিদ্বন্দ্বিতা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct