প্রেমে পড়াটা খুব সহজ। তবে প্রেমের প্রস্তাব দেওয়া তা মনে হয় বিশ্বের সব থেকে কঠিন কাজ। প্রেমের প্রস্তাব দিতে গিয়ে ‘হাঁটু কাঁপাকাঁপি’ অবস্থার সম্মুখীন প্রায় সব প্রেমিককেই হতে হয়।
অনেক বড় বড় কাজ সহজেই করে ফেলেন অথচ নিজের পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে মাথায় নানান রকমের প্রশ্ন ঘোরাঘুরি করে। কিভাবে বলব? কি বলব? যদি না বলে দেয়? ইত্যাদি নানান প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মন তখন বিপর্যস্ত হয়ে পরে। তবে প্রেমের প্রস্তাব দিতে যাওয়ার আগে যে বিষয় গুলি মনে রাখবেন জেনে নিন
অন্যজনের মনে কী চলছে?
সিনেমা দেখে দেখে প্রেমের প্রস্তাব দেওয়া সম্পর্কে অনেক কিছুই শিখেছেন। এই সব কিছুকে কাজে লাগিয়ে নিজের পরিকল্পনা সাজাচ্ছেন। নিজের পছন্দের মানুষটিকে মনের কথা বলে চমকে দেওয়ার কথা ভাবতেই মনের মধ্যে রোমাঞ্চ খেলে যাচ্ছে! তবে নিজের মনের কথা বলার আগে আপনাকে অন্য জনের মনের মধ্যে কি চলছে, আপনার প্রতি কেমন অনুভূতি আছে সেটা জানার চেষ্টাও করতে হবে। যেটি সিনেমাতে কমই দেখানো হয়। আর বাস্তবে এটিই আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়।
সঠিক সময়ের অপেক্ষা করুন:
প্রেম করার সঠিক সময়টা যদি কেউ বলে দিত তবে কতই না ভালো হতো। সমস্যা ব্যাপার হল কারও কথায় নয়, নিজেকেই তা বুঝে নিতে হবে। প্রথমেই নিজের পরিস্থিতি ও অনুভূতির কথা বিবেচনা করুন। নতুন সম্পর্কে জড়ানোর কারণটা ভালো ভাবে জানতে হবে। যদি শুধুই একাকিত্ব হয় কিংবা পুরানো ব্যর্থ সম্পর্কের কথা ভোলার চেষ্টা হয় তাহলে আরেকবার ভালো করে ভাবতে হবে। কারণ এমন ধারণার ওপর ভিত্তি করে জড়ানো সম্পর্ক সুখের বদলে আরও দুঃখই বয়ে আনবে।
পছন্দের মানুষটির খারাপ দিকগুলোর কথা মাথায় রাখতে হবে:
প্রেমে পরার পর প্রথম কয়েকটা মাস স্বপ্নের মতো কেটে যাবে। কারণ এই সময়ে একে অপরের সবকিছুই ভালো লাগবে, দু’জনের ভালো দিকগুলোই এই সময় বেরিয়ে আসবে। নেতিবাচক বিষয়গুলো বেড়িয়ে আসবে কয়েক মাস পর থেকে। যদি পছন্দের মানুষটির ভালো-খারাপ সবকিছু মিলিয়ে ভালোবাসতে তৈরি থাকেন, তবে প্রেমের প্রস্তাব দিন।
প্রস্তাব দেওয়া সঠিক উপায়:
প্রেমের প্রস্তাব দেওয়া ক্ষেত্রে ঠিক বেঠিক পন্থাও বল কিছু নেই। এমন কিছু পরিকল্পনা করুন যা দুজনের জন্যই ভালো। উপহার একটি সর্বজন স্বীকৃত অনুসঙ্গ। তবে উপহার যে সব সময় দামী কিছু হতেই হবে এমনটা নয়। বাড়ির পাশের সাধারণ ফুলও যথেষ্ট। আপনার মানসিকতাটাই এখানে মুখ্য বিষয়, অনুসঙ্গ নয়।
প্রত্যাখ্যান হওয়ার জন্য প্রস্তুত আছেন তো?
প্রেমের আর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল প্রেমে প্রত্যাখ্যাত হওয়া। প্রস্তাব দেওয়ার মতোই সমান গুরুত্বপূর্ণ ভাবে প্রত্যাখ্যাত হওয়াটা সহজভাবে নিতে হবে। সিনেমার মতো বাস্তবে কিন্তু সব প্রেমের শেষটা সুখের হয়না। তাই একজন মানুষের সিদ্ধান্তকে সম্মান করতে শিখতে হবে, তা আপনার জন্য সুখের না হলেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct