গরুতে খেয়েছে প্লাস্টিক। তাও আবার এক-দুই কেজি নয়, পেট কেটে বের করা হয়েছে রীতিমতো ৫২ কেজি প্লাস্টিক! সম্প্রতি ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে।
প্রথম সারির এক সংবাদমাধ্যম জানায়, কিছু দিন আগে তামিলনাড়ু ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে (টিএএনইউভিএএস) নিয়ে আসা হয়েছিল গরুটিকে। পেটে বিপুল পরিমাণ অপচনীয় প্লাস্টিক জমে যাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছিল।
এ সময় তাঁর পেটে প্রচণ্ড ব্যথা হলে গরুটি নিজেই নিজের পেটে লাথি মারে। বাকি গরুদের তুলনায় তাঁর দুধ দেয়ার পরিমাণও অনেক কমে গিয়েছিল।
ভেটেরিনারি ক্লিনিক্যাল মেডিসিনের প্রফেসর পি সেলভারাজ জানান, গরুর পেটে হাত দিলেই প্লাস্টিকের অস্তিত্ব বোঝা যায়। প্রায় দুই বছর ধরে জমতে জমতে এর রুমেনের (গরুর পাকস্থলীর চার অংশের একটি অংশ) প্রায় ৭৫ ভাগই ভরে গিয়েছিল প্লাস্টিকে।
তিনি আরও জানান, ২০ দিন আগেই গরুটি বাচ্ছা প্রসব করেছে। তার পরও দিনে তাঁর দুধের পরিমাণ ছিল মাত্র তিন লিটার, যা বাকি গরুর তুলনায় অনেক কম।
গত শুক্রবার টানা সাড়ে পাঁচ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে ৫২ কেজি প্লাস্টিক বের করা হয়। বেসরকারি হাসপাতালে গেলে এই অস্ত্রোপচারের জন্য খরচ হতো কমপক্ষে ৩৫ হাজার টাকা, যা ওই গরুর দামেরই প্রায় অর্ধেক। কিন্তু সেদিক থেকে বেশ ভাগ্যবান এই গরুর মালিক। প্লাস্টিক বের করার অস্ত্রোপচার করতে খরচ হয়েছে মাত্র ৭০ টাকা। ২০ টাকা রেজিস্ট্রেশনের জন্য আর বাকি ৫০ টাকা অস্ত্রোপচারের খরচ বাবদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct