কারতারপুর করিডর নিয়ে নয়া কৌশল নিল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত কারতারপুর করিডর আগামী ৯ নভেম্বর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। এভাবে নরম মনোভাব দেখাতে চাইল পাকিস্তান। তারা ভারতীয়দের প্রতি সহানুভূতির কথা বলে জানিয়েছে, কারতারপুর করিডর যেতে ভারতীয়দের জন্য কোনো ভিসা লাগবে না। এ ছাড়া এই করিডরের মাধ্যমে যুক্ত হবে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর ডেরাবাবা নানক শেরনি এবং পাকিস্তানের লাহোরে দরবার সাহিব গুরুদ্বার। ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস এ ব্যাপারে লিখেছে, ইমরান তার ফেসবুকে বলেছেন, সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের জন্য এই করিডরের দরজা খুলে দেয়া হবে শিগগিরই।
কারতারপুরের কাজ এ মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সাধারণের জন্য ৯ নভেম্বর ২০১৯ থেকে খুলে দেওয়া হবে।
তিনি জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ যেতে পারবেন।
ইমরান খান আরও জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে নানা প্রান্ত থেকে শিখ ধর্মাবলম্বী মানুষ এখানে আসবে। ভারত থেকেও মানুষজন এখানে আসবে।
ফলে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সব থেকে বড় ধর্মস্থান হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct