মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর নির্যাতনের খবর আর অজানা নয়। মায়ানমরা সেনাদের বিরুদ্ধে ইতিমধ্যে রোহিঙ্গা হত্যার অভিযোগ দৃঢ় হয়েছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে। এই রোহিঙ্গা গণহত্যা নিয়ে বিশ্ব যখন সোচ্চার তখন সেই রাখাইন প্রদেশেই একটি বড় গণকবরের সন্ধান পেয়েছে মায়ানমারের সেনাবাহিনী।ধারনা করা হচ্ছে, রাখাইন প্রদেশের ইন ডিন গ্রামে পাওয়া এই গণকবরটি হত্যার শিকার রোহিঙ্গাদের। সোমবার মায়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয় ফেসবুকে এই গণকবর নিয়ে একটি পোস্ট করেছেন।তাতে বলা হয়েছে, ইন ডিন গ্রামের একটি কবরস্থানে ওই গণকবর পাওয়া গেছে। তাতে কি পরিমাণ মানুষকে কবর দেয়া হয়েছে তা অনিশ্চিত।