শনিবার মধ্যরাত থেকে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানে সৈন্যদের মধ্যে চলছে গোলাগুলি। এই ঘটনায় উভয় পক্ষের সৈন্য ও বেসামরিক লোক নিহত হয়েছে। তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘটনার জন্য উভয় দেশই পরস্পরকে দায়ী করছে। প্রাথমিকভাবে ২ ভারতীয় ও এক পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলে খবর। পাশাপাশি উভয় পক্ষে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের আইিএসপিআর এক বিবৃতিতে বলেছে, 'পাকিস্তানের প্রতিরোধে ভারতে ৯ সেনা নিহত হয়েছে এবং তাদের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে। অন্য দিকে ভারতের দাবি, তাদের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ৫ সৈন্য নিহত হয়েছে। তবে ভারত নিজেদের ২ ও পাকিস্তান নিজেদের ১ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। ভারতীয় সেনার দাবী, আজাদ কাশ্মিরের ৪টি ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ কামান দিয়ে হামলা চালাচ্ছে ভারতীয় সেনারা। অন্য দিকে পাকিস্তান বলছে, বেসামরিক নাগরিকদের ওপর গোলা বর্ষণ করছে ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct