আগামী মঙ্গল ও বৃহস্পতিবার টিএলভি উপলক্ষে ভারতীয় অভিনেতারা ইসরাইল যাচ্ছে। অনিল কাপুর, আমিশা প্যাটেলসহ বলিউডের অন্তত আট তারকা অনুষ্ঠানে অংশ নেন। ভারত-ইসরাইলের সম্পর্ককে আরও কাছে নিয়ে আসার প্রতিশ্রুতি থেকেই উৎসবটির আয়োজন। যাতে ত্রিশ হাজারের মতো ভারতীয় যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।কিন্তু শুরু হওয়ার আগেই তেল আবিবের এই উৎসবটি সমালোচনা আর বিভ্রান্তির জালে আটকা পড়েছে। জনপ্রিয় এই চলচ্চিত্র তারকারা যাতে ইসরাইল সফরে না যান এবং তেল আবিবকে সাংস্কৃতিকভাবে বর্জনকে সম্মান দেখান, সে জন্য তাদের প্রতি চাপ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান দখলদার রাষ্ট্রটিকে বর্জন-পরিত্যাগ-নিষেধাজ্ঞা (বিডিএস) প্রচারের কর্মীরা। ওই সাংস্কৃতিক কর্মসূচিতে যোগ দেওয়া অভিনেত্রীদের একজন সোফি চৌধরী বলেন, 'অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কিন্তু এ লেখাটির সময়েও টিকেট বিক্রি চলছিল।' তবে তার দাবির সত্যতা যাচাই করতে পারেনি মিডল ইস্ট আই। বিডিএসের তথ্যানুসারে, ২০১৮ সালেও এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু চাপের কারণে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct