কাশ্মির ইস্যুতে এরদোগানের অবস্থান ও জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে জোরালো বক্তৃতায় রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুরস্ক সফর বাতিল করলো নয়াদিল্লি। অনেকের মতে, এই সফর হওয়ারই কথা ছিল না। সূত্রের খবর, কাশ্মির নিয়ে তুরস্কের অবস্থানে ক্ষুব্ধ ভারত। যে কারণে মোদির সম্ভাব্য সফরটি বাতিল হয়ে যাচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, 'বিশেষ মর্যাদা বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের ৮ মিলিয়ন মানুষকে কার্যত বন্দি করা হয়েছে।' সংকট নিরসনে এগিয়ে না আসায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেন তিনি। সেপ্টেম্বরে রাজধানী আঙ্কারায় পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে এরদোগান কাশ্মির পরিস্থিতিকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করেন। কয়েক মাস আগে জাপানের ওসাকায় মোদি ও এরদোগানের সাক্ষাতের পর থেকেই মোদির তুরস্কর সফরের বিষয়টি নিয়ে দুই দেশের আলোচনা শুরু হয়। এ বছরের শেষ দিকে ওই সফর অনুষ্ঠিত হবে বলেই ধারণা করা হচ্ছিল। নয়াদিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলার বলেন, নরেন্দ্র মোদির তুরস্ক সফরের বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছিল। যদিও ভারতের বিদেশ মন্ত্রণালয় বলছে, এ ধরনের সফরের কোন আলোচনা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct