হিজাব পরে ফুটবল খেলা বিরল কোনো ঘটনা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার কিংবা রাষ্ট্রের বিধিনিষেধের কারণে মেয়ে ফুটবলাররা হিজাব পরে খেলেন।তবে হিজাব পরে ফুটবল খেলা সহজ নয়। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম। ড্রিবল, পাসিং, বডি কন্ট্রোলের সময় যে কোনো মুহূর্তে থাকে হিজাব খুলে পড়ার আশঙ্কা থাকে। সেরকম হলো জর্ডানের ফুটবল লিগে। সঙ্গে সঙ্গে বিপক্ষ দলের ফুটবলাররা এক দৃষ্টান্তমূলক উদ্যোগ নিলেন। এশীয় ফুটবল ফেডারেশন জর্ডানে প্রথমবার ডব্লিউএএফএফ ওমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। সেখানেই শাবাব আল অর্ডন ক্লাব বনাম আরব অর্থোডক্স ক্লাবের ম্যাচে এমন কাণ্ড ঘটে। আরব অর্থোডক্সের এক মহিলা ফুটবলারের হিজাব খুলে যায় ম্যাচের মাঝে। মাঝমাঠে সেই সময় তিনি বিপক্ষ ফুটবলারদের সঙ্গে বল দখলের লড়াই করছিলেন। তখনই আচমকা তার হিজাব খুলে যায়। প্রায় সঙ্গে সঙ্গে বিপক্ষ দলের ফুটবলাররা তার কাছে ছুটে আসেন। এর পর তারা মানবপ্রাচীর তৈরি করেন সেই ফুটবলারকে ঘিরে! তাকে সাহায্য করতে এগিয়ে আসেন বিপক্ষ দলের ফুটবলাররা। তাদের এমন উদ্যোগ ফুটবল বিশ্বে প্রশংসিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct