টয়লেটে বেশি সময় কাটানো যাবে না। অফিসের মধ্যে কাজের ফাঁকে অনেকেই টয়লেটে বেশি সময় অপচয় করে। এবার হয়তো সেখানেও নজরদারি চালাতে পারে কর্তৃপক্ষ। কারণ স্মার্ট পাবলিক টয়লেটে থাকছে একরকমের টাইম সেন্সর। যাতে করে কোনও কর্মী টয়লেটে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন না।সময়সীমাও বেধে দেওয়া হয়েছে। মাত্র ১৫ মিনিট। সাংহাইয়ে এমন অভিনব ব্যবস্থা নিয়েছে সেখানকার মিউনিসিপ্যাল অথরিটি। শহরের বিভিন্ন জায়গায় ১৫০টি স্মার্ট পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি কিউবিকলে থাকছে হিউম্যান বডি সেন্সর। যেটি সময়সীমা অনুযায়ী একটি রে সেন্সর করে জানান দেবে যে, ভিতরে কোনও ব্যক্তি আছে কিনা। সব তথ্যই সরকারের কাছে জমা হতে থাকবে। এমন অভিনব পদক্ষেপ নিয়েছে সরকারপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct