সদ্য শেষ হয়ে যাওয়া লোকসভা ভোটে বিজেপির বিশাল জয়ের পর বিরোধীরা ছত্রখান। রাজ্যে রাজ্যে ক্রমাগত দলত্যাগে জেরবার কংগ্রেস। তা সত্ত্বেও মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার ভোটে জিততে বিজেপি আবারও হাতিয়ার করতে চলেছে সেই জাতীয়তাবাদকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচারে সন্ত্রাসবাদ, পাকিস্তান ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার।মোদি প্রচারে গিয়ে কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, 'হিম্মত থাকলে রাহুল বাবা বলুন, কার স্বার্থে তাঁরা জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বলবৎ রাখার পক্ষে। কংগ্রেস জবাব দিচ্ছে না।' মোদি বলছেন, 'ওদের ডুবে মরা উচিত।' কংগ্রেস চুপ। ক'দিন আগে প্রথম রাফাল যুদ্ধবিমান হাতে পেল ভারত। রীতিমতো পূজা সেরে রাজনাথ সিং তা গ্রহণ করলেন। মোদি বললেন, 'শত্রু এবার বুঝবে কত ধানে কত চাল।' রাজনাথ সিংয়ের সগর্ব ঘোষণা, 'এবার ঘরে বসেই পাকিস্তানকে গুঁড়িয়ে দেব।' অমিত শাহর উবাচ শোনা গেল, '৫৬ ইঞ্চি ছাতি আছে বলেই প্রধানমন্ত্রী কাশ্মীরকে বাকি দেশের সঙ্গে জুড়তে পেরেছি। কংগ্রেস বিরোধিতা করছে তাদের স্বার্থে, যারা এত বছর কাশ্মীরকে নিজেদের কুক্ষিগত করে রেখেছিল। কংগ্রেস পাকিস্তানের দালাল...।' আর বলছেন, '২০২৪ সালের মধ্যে অবৈধভাবে থাকা সব বিদেশিকে খুঁজে বের করে ঘাড়ধাক্কা দিয়ে ফেরত পাঠাব। সারকথা, লোকসভা ভোটের মতোই মহারাষ্ট্র-হরিয়ানা জিততে জাতীয়তাবাদ এবারও ফের বিজেপির একমাত্র হাতিয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct