বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। মুম্বাইয়ে তাঁরা আলোচনায় বসেন। তাঁদের এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে, সৌরভ গাঙ্গুলী বিজেপি যোগ দিয়েছেন কি না। এরপর কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা হয় সৌরভ গাঙ্গুলীর। বিজেপিতে যোগ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ' কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার কোনো সম্পর্ক নেই।' কোনো কিছুতে সম্মত হওয়ার বিনিময়ে কোনো সুবিধা নেওয়ার প্রস্তাব তাঁকে দেওয়া হয়নি। অমিত শাহের ছেলে জে শাহ গাঙ্গুলীর দলে সম্পাদক হিসেবে কাজ করবেন। বৈঠকে রাজনৈতিক কোনো ব্যাপার উঠে আসেনি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি এই রাজনৈতিক প্রশ্নগুলো এর আগেও শুনেছি। আমি মুখ্যমন্ত্রী মমতা দিদির সঙ্গে দেখা করেছি এবং আপনারা সে সাক্ষাতের ফলাফল দেখেছেন।’ অমিত শাহের সঙ্গে প্রথম সাক্ষাৎকে ‘বিশেষ এবং আলাদা’ উল্লেখ করে সৌরভ বলেন, ‘বিসিসিআইয়ে কী হতে যাচ্ছে, তা নিয়ে আমি কোনো প্রশ্ন করিনি। আমি কোনো পদ পাব কি না, তা–ও জানতে চাইনি। কোনো চুক্তিতে রাজি হলে পদ পাব, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই।’ ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল জনপ্রিয় এই ক্রিকেটারের সঙ্গে অমিত শাহের বৈঠক নিয়ে নানা রকম জল্পনা শুরু হয়েছে। চলতি বছরের শুরুর দিকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ১৮টি জিতেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী বিজেপি।বিসিসিআইয়ের প্রধান হিসেবে সৌরভকে বাছাই করাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে বিজেপি।অনেকের মতে, সৌরভকে সামনের বিধানসভা নিবাচনে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করার জন্য ভারতীয় ক্রিকেট বোডের সমনদে বসালেন অমিত শাহ।আর সৌরভও নাকি সময় বুঝে রাজনীতির মাঠে নেমে পড়বেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct