আগামী ২৩ অক্টোবর থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন সৌরভ গাঙ্গুলী। দেশের সফলতম এই অধিনায়কের ওপর সমর্থকদের প্রচুর প্রত্যাশা। যার মধ্যে অন্যতম হলো ভারত-পাকিস্তান সিরিজ।
সর্বশেষ ২০১২ সালের শেষদিকে ভারতে সিরিজ খেলে গিয়েছে পাকিস্তান। সেটাই শেষ দ্বিপাক্ষিক সিরিজ। ভারতের মাটিতে বেশ কয়েকটি বড় ধরনের জঙ্গি হামলার প্রেক্ষিতে সন্ত্রাসে মদত দেওয়ার জন্যই পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ক্রিকেটীয় সম্পর্ক নেই। আবার কবে দেখা যাবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ? এমন প্রশ্নের জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছেন, 'এই প্রশ্নটা মোদিজি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতির প্রয়োজন হয়। তাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ওনাদের জিজ্ঞাসা করুন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct