এখনকার দিনে মেকআপ ছাড়া মেয়েরা যেন চলতেই পারেনা। বাড়ি থেকে বাইরে যাওয়ার আগে কোন কিছু করুক আর নাই বা করুক মেকআপ করতে হবেই। কিন্তু দেখা যায় তাড়াতাড়ি মেকআপ করার পর তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তখন দেখতে খুব খারাপ লাগে। তাই জেনে নিন কিভাবে মেকআপ করলে সহজে নষ্ট হবে না।
১. জলরোধক আইটেম ব্যবহার করুনঃ
চোখে ঘন করে ‘আই লাইনার’ এবং উজ্জ্বল ‘ক্রিম আই শ্যাডো’ লাগালে দেখতে খুব ভালো লাগে। কিন্তু সেগুলো যদি জলরোধক না হয় তাহলে তা ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকে। তারফলে সম্পূর্ণ মেকআপটাই নষ্ট হতে পারে।
২. মেকআপের স্তরঃ
আনেকেই খুব বেশি সুন্দর দেখানোর জন্য ভারী ফাউন্ডেশন ব্যবহার করে থাকনে। যা ব্যবহার করা একদম ঠিক নয়। এতে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায় এবং মুখে অতিরিক্ত ঘাম দেখা দেয়। মুখে ঘাম আসলে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। তাই হালকা ফাউন্ডেশন ব্যবহার করুন।
৩. পাউডারঃ
চোখের পাতেতে মাস্কারা ব্যবহারের সময় ছড়িয়ে যাওয়ার বা নিচের পাতায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাস্কারা ব্যবহারের আগে ট্রান্সলুসেন্ট পাউডার হালকা ভাবে চোখের নিচের পাতায় লাগিয়ে রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে।
৪. মিস্ট ব্যবহারঃ
ত্বকে মেকআপ ব্যবহারের আগে টোনার বা ‘ম্যাটিফায়িং’ স্প্রে ব্যবহার করতে পাড়েন। এরফলে ত্বক ঠাণ্ডা থাকবে। এই মিস্টগুলো ভিটামিন সি এবং ফলের নির্যাস সমৃদ্ধ যা ত্বকের জন্য ভালো। তাছড়া সংক্রমণ এবং চেহারার চিটচিটেভাবও দূর করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct