শরণার্থী এক সিরীয় প্রতিবন্ধী কিশোরীর স্বপ্ন সত্যি করে তুললেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার ক্লাব বার্সেলোনা। নুজিন মুস্তাফা (১৮) নামে ওই কিশোরীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফুটবলার লিওনেল মেসি এবং তার সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করার। অবশেষে টিম বার্সেলোনার এক আমন্ত্রণে তার সেই স্বপ্ন সত্যি হল। তারা গত ২ ডিসেম্বর আমন্ত্রণ পাঠায় নুজিনকে।
সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পো থেকে দুই বছর আগে নুজিন ও তার বোন নাসরিন পশ্চিম জার্মানির কোলোগ্নিতে পালিয়ে আসেন। সেখানকার একটি আশ্রয় কেন্দ্রে বোনকে নিয়ে বসবাস করছেন সেরিব্রাল পালসিদে আক্রান্ত নুজিন। অসুস্থতার জন্য হুইলচেয়ারে কাটছে তার জীবন। নুজিন বার্সেলোনার একজন অন্ধভক্ত। স্প্যানিশ ক্লাবটি এ কথা জানার পর দুই বোনকে স্পেনে এসে সেল্টাভিগো খেলা উপভোগ করার সুযোগ করে চমকে দেয়ার আয়োজন করে।
বার্সেলোনার আমন্ত্রণ জানায় শুধু নুজিনকে নয়, তার বোন নাসরিনকেও। এর পর ৫ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুই বোন পৌঁছেন খেলার মাঠে। অবশেষে মাঠে বসে সেল্টাভিগোর বিপক্ষে বার্সেলোনা তারকাদের একটি ম্যাচ দেখেন নুজিন ও নাসরিন। পরে মেসি ও সতীর্থদের কাছে পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন নুজিন। রাষ্ট্রসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তত্বাবধানে থাকা নুজিন আরবি ভাষা ছাড়াও ফ্রেঞ্চ, ইংলিশ ও জার্মান ভাষায় কথা বলতে পারেন। মেসিকে দেখার অনুভূতি সম্পর্কে নুজিন বলেন, মেসির চেহারা বাচ্চাদের মতো, যদিও তার বয়স ৩০ বছর। আমি মেসিকে বলব- তুমি বড় হও। কারণ আমি তাকে ২০০৭ সাল থেকে জানি। নুজিনবিশ্বাস করেন, একদিন সত্যিই পৃথিবী শান্তির জায়গা হবে। নুজিন এখন রাষ্ট্রসংঘের সংস্থা ইউএনএইচসিআরের প্রচারের মুখ হয়ে উঠছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct