আমাদের শহুরে সমাজ থেকে যৌথ পরিবার প্রায় বিদায় নিয়েছে। 'ছোট পরিবার সুখী পরিবারে'র চেনা ছকে সবাই চলতে শুরু করেছে। এখন ‘আমরা দুই…আমাদের দুই’ও ঠাঁই পাচ্ছে না। তার বদলে এখন ঘরে ঘরে চোখ ফেরালে দেখা যায় 'আমরা দুই…আমাদের এক’-এর ছবি। এক সন্তান নীতি কি আপনার সন্তানের জন্য সত্যিই মঙ্গলজনক? বিজ্ঞান কিন্তু একদম সে কথা বলছে না।
গবেষণায় বলছে ভাই বা বোনের সঙ্গে বেড়ে ওঠা একটি শিশুর জীবনে অত্যন্ত আনন্দদায়ক। বিজ্ঞানীরা তাদের মধ্যে বিশেষ করে বোন থাকার কথা বলছেন। ছেলে হোক কিংবা মেয়ে, তাদের যদি একটি বোন থাকে তাহলে সেই জীবনের আনন্দই আলাদা হয় বলে গবেষণায় প্রকাশিত হয়েছে। একটি বাচ্ছার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাতে বোনই হতে পারে সবচেয়ে কাছের বন্ধু। নিজের বোন থাকলে শিশুর মধ্যে মায়া-মমতা ও ভালোবাসার মতো গুণাগুণ সবচেয়ে বেশি প্রকাশ পায়। তাদের ম্যাচিওরিটিও তাড়াতাড়ি আসে। এমনটাই বলছেন বিজ্ঞানীরা। ব্রিংহাম ইয়ং ইউনিভার্সিটির গবেষকরা ৩৯৫টি পরিবারের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct