পিঠে অক্সিজেন সিলিন্ডার ছাড়া জলের গভীরে উদ্ধার কাজে নামা অনেকটা আত্মহত্যারই শামিল। অথচ এক জার্মান মহিলা এই কাজটিই করে যাচ্ছেন বহুদিন ধরে। অনায়াসে! অন্যদের এতে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। এক দশক ধরে ফ্রি-ডাইভার হিসেবে অক্সিজেন ট্যাংক ছাড়াই গভীর জলে নামছেন আনা ফন ব্যোটিশার। বিশ্বের অন্যতম সেরা এই ডুবুরি বলছেন, ফ্রি-ডাইভিংয়ের বিশেষত্ব হলো, সেই সময় সম্পূর্ণ নিজের ওপর ভরসা করতে হয়। প্রকৃতির সঙ্গে একাই বোঝাপড়া করতে হয়। ফ্রি-ডাইভারদের নিঃশ্বাস-প্রশ্বাসের এক বিশেষ কৌশল রপ্ত করতে হয়, যাতে একবার দম নিয়েই অনেকটা সময় ধরে জলের গভীরে ডুব দেওয়া যায়।' আনা বলেন, ' ডুব দেওয়ার আগে ফুসফুসের মধ্যে যতটা সম্ভব অক্সিজেন জমা করার চেষ্টা করি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct