স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ চমক দেখিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষে সৌরভ গাঙ্গুলিকে বসিয়ে। অমিত শাহের সঙ্গে সৌরভ গাঙ্গুলির বিশেষ বৈঠকের পর রবিবার রাতেই ঠিক হয়ে গিয়েছিল বিসিসিআই শীর্ষে বসছেন সৌরভ। আর সেটাই হয়েছে। কিন্তু অনুরাগ ঠাকুর, অমিত শাহের ছেলে জয় শাহ কিংবা ব্রিজেশ প্যাটেলকে দূরে ঠেলে দিয়ে সৌরভের প্রেসিডেন্ট হওয়ায় সিলমোহর দিয়েছেন অমিত শাহ। তবে, সৌরভের মনোভাব আঁচ করতে বিসিসিআই সচিব পদে বসছেন জয় শাহ। এর ফলে বোঝা যাচ্ছে সৌরভকে যতই রাজনীতি মুক্ত মুখ ভাবা হোক না কেন ঠিক তা নয়। আসল লাগাম থাকবে জয় শাহের হাতে। যদিও সৌরভের প্রতি অমিত শাহের বিশেষ প্রীতি না থাকলে তার পক্ষে বিসিসিআই শীর্ষে বসা সম্ভব হত না, এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু নিজের ছেলে কিংবা বিজেপি সংসদ অনুরাগ ঠাকুরকে ছেড়ে হঠাৎ সৌরভের প্রতি অমিত শাহের সমর্থন নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, কি এমন হল যে অমিত শাহের একশো ভাগ সমর্থন সৌরভের দিকে গেল। আর সৌরভ তো বিজেপি মনোভাবাপন্ন বলে মানেই হয়নি। তাকে বাম ভাবধারার বলেই সবাই জানে। কারণ,
বাম আমলে সৌরভ গাঙ্গুলি রাজ্য সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তা নিয়ে নানা প্রচারও চলে। এখন সময় বদলেছে। বাম জমানা শেষ। তৃণমূলের সঙ্গেও সৌরভের খুব বেশি মাখামাখি নেই। তা সত্ত্বেও অমিত শাহের সঙ্গে নিভৃতে মিটিংয়ের পর সৌরভের নাম বিসিসিআই শীর্ষে উঠে আসার পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকে। সৌরভ ঘনিষ্ঠ বিজেপি নেতারা ইতিমধ্যে নাকি বলতে শুরু করেছেন, যে সৌরভ বিজেপি সম্পর্কে দূরে থাকতেন তিনি হঠাৎ অমিত শাহের শরণাপন্ন হলেন কেন। সৌরভ কোনও দিন পদলোভী ছিলেন না। তাহলে বিসিসিআই শীর্ষে বসার জন্য সৌরভ যে অমিত শাহের দ্বারস্থ হবেন এমনটি বিশ্বাস করা কঠিন। এ নিয়ে বিজেপির একটি মহল বলছে, অমিত শাহ পাকা মাথার। তিনি সহজে সৌরভকে পদে বসাবেন নয়। এর পিছনে রয়েছে অন্য রহস্য। তারা বলছেন, রাজ্য বিজেপিতে মুখ্যমন্ত্রী হওয়ার মতো কোনো পরিচ্ছন্ন প্রার্থী নেই। দিলীপ ঘোষ কিংবা মুকুল রায় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। খুঁজে পাওয়া যাচ্ছিল না ২০২১ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা যেতে পারে। সেই সুযোগটাই অমিত শাহ কাজে লাগাতে সৌরভকে ঢাল করেছেন বলে শোনা যাচ্ছে। বিজেপির দিল্লি সূত্রে জানা গেছে, অমিত শাহ নাকি সৌরভকে শর্ত দিয়েছিলেন তিনি যদি ২০২১ এ পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হাতে চান তবেই বিসিসিআই শীর্ষে বসাতে কোনো আপত্তি নেই। সৌরভ প্রথমে নিমরাজি হলেও পরে নাকি অমিত শাহের প্রস্তাবে রাজি হয়ে যান। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অমিত শাহের সঙ্গে সৌরভের মিটিং দীর্ঘায়িত হয় বলে বিজেপির একটি সূত্র জানাচ্ছে। যদিও সৌরভ গাঙ্গুলি এ নিয়ে এখনই কোনো মন্তব্য করা থেকে দূরে থাকছেন। সাবধানে পা বাড়াতে চান। তাই অমিত শাহের সঙ্গে মিটিংয়ের বিস্তারিত তথ্য সম্বন্ধে এখনও খোলসা করে কিছু বলছেন না। এই পরিস্থিতি আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জল্পনা বাড়িয়ে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct