সাত সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দুতলা বিশিষ্ট একটি বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে সোমবার যোগী রাজ্য উত্তরপ্রদেশের মাও জেলায়। বিস্ফোরণের প্রাবল্য আস্ত দু তলা বাড়ি ভেঙে পারে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধারের কাজ জোরকদমে চলছে।
উত্তরপ্রদেশের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্র জানিয়েছে, এদিন স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ মাও জেলার মুহাম্মদাবাদ এলাকায় গ্যাস সিলিন্ডার ফাটার ঘটনা ঘটে।
উদ্ধার কর্মীদের আশঙ্কা, ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নীচে এখনো অনেক লোক চাপা পড়ে আছে। বিস্ফোরণের প্রাবল্য এতটাই যে দূতলা বাড়ির পুরোটাই ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ধোঁয়া উড়তে উড়তে বাড়িটি ক্রমশ ভেঙে মাটিতে পড়ে।
উদ্ধারকারী দলের একজন মুখপাত্র জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনো কেউ চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের হাসপাতালে। নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স মজুত রাখা হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা তা নিয়ে কিছু বলেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct