ছবি আঁকেন আর কবিতা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতা বরাবরই সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে। কখনো গণপিটুনি, কখনো গণতন্ত্র বিপন্ন, কখনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জে উঠেছেন কবি মমতা। তার এই লেখনী মানুষকে মোহিত করেছে। এবার সেই পথেই এগোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি সমুদ্রসৈকতে হেঁটে ময়লা পরিষ্কার করার ছবি ভাইরাল হওয়ার পর এবার হাত লাগিয়েছেন কবিতা লেখার। আর ওই কবিতায় ফুটিয়ে তুলেছেন ময়লা পরিষ্কার করা নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। রবিবার সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে একটি কবিতা লেখেন মোদি। ট্যুইটারে কবিতা লেখার আগে তিনি মুখবন্ধ লেখেন এই বলে যে ‘আমার অনুভূতির জগতের সঙ্গে কথোকথন’। হিন্দিতে লেখা ওই কবিতায় সূর্যের সঙ্গে সমুদ্রের ও ঢেউয়ের সঙ্গে তার অনুভূতির সম্পর্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আটটি পরিচ্ছদে লেখা কবিতায় মূলত সমুদ্র সৈকতের চোখে দেখা অভিজ্ঞতা ফুটে উঠেছে।
এর আগে
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে হাঁটা এবং সমুদ্রের তীরে আবর্জনা পরিষ্কার করে দিন শুরু করার সে সময়কার ভিডিও শনিবার পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৩০ মিনিট ধরে আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি কিছুটা ব্যায়ামও করেন মোদি। টুইটারে ৩ মিনিটের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন নরেন্দ্র মোদি। সাধারন টি-শার্ট এবং ট্রাক প্যান্ট পারে ময়লা পরিষ্কার করার ভিডিও সাড়া ফেলে। এবার কবিতা লিখেও সাড়া ফেলে দিলেন প্রধানমন্ত্রী। এ যেন মমতার সঙ্গে কবিতা লেখার আর এক প্রতিযোগিতা। যদিও এর আগে মোদি তাঁর কবিতা সংকলন 'এক যাত্রা' প্রকাশ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct