আবার চ্যালেঞ্জের সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, জম্মু ও কাশ্মীরের স্বায়ত্বশাসন কোনওভাবেই ফেরানো যাবে না। বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা কী মনে করেন, কাশ্মীরের স্বায়ত্বশাসন ফিরিয়ে আনতে কারও উৎসাহ আছে? যদি তারা সাহস দেখায়, তাহলে তাদের রাজনৈতিক অস্বিত্ত্ব থাকবে?' জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পাশাপাশি রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে বিজেপি। আগামী মাসেই সেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে একইদিনে প্রচারসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। নিজের প্রচারসভায় ক্ষমতায় এলে কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা পুনর্বহাল করবেন বলে জানান তিনি। তাই প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ সরাসরি রাহুল গান্ধির দিকে বলেই মনে করছেন অনেকে।