দুটি মার্কিন সংস্থার সাংবাদিককে হঠাৎ গ্রেফতার করে ফের ছেড়ে দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক কভার করতে আসা ওই দুই সাংবাদিককে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়। সাংবাদিক দুজন মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকা ও 'রেডিও ফ্রি এশিয়া'র তিব্বত প্রতিনিধি। গ্রেফতার হওয়া দুই সাংবাদিকদের নাম সিয়াল্টসেন চোয়েদাক ও পেমা গুঁদুক। প্রথম জন ভয়েস অব আমেরিকার প্রতিনিধি ও অন্যজন 'রেডিও ফ্রি এশিয়া' নামক সংবাদসংস্থায় তিব্বতিয়ান প্রতিনিধি।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। ওইদিনই তাদের সে বৈঠক কভার করতে চেন্নাই বিমানবন্দরে পা রাখেন সিয়াল্টসেন চোয়েদাক। গোয়েন্দারা খবর পেয়ে তাকে সেখান থেকেই গ্রেফতার করেন। এছাড়া বৈঠক শুরুর আগে পেমা গুঁদুক নামে আরেকজন সাংবাদিককে।
তবে কেন হঠাৎ সিয়াল্টসেন ও পেমাকে গ্রেফতার করা হয় তার স্পষ্ট কোনও কারণ গোয়েন্দা সংস্থা বা পুলিশ কেউই জানায় নি। রবিবার বিকেলে অবশ্যসাংবাদিক দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু গ্রেফতারের কারণ নিয়ে প্রশ্ন থেকে গেছে। এমনিতেই তিব্বত নিয়ে চিনের বিশেষ নজর রয়েছে। তাই পাছে ওই সাংবাদিক তিব্বতিদের উপর চিনা অত্যাচার নিয়ে বিক্ষোভ দেখতে পারেন এমন সন্দেহ করা হচ্ছিল। তাই গোয়েন্দারা কোনো ঝুঁকি না নিয়ে তাদের গ্রেফতারকেই বেছে নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct