প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করে আসছেন এ দেশে মুসলিমরা সুরক্ষিত। আনন্দে আছেন! এবার তার পথেই এগোলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবত।
দশেরা উপলক্ষে ওড়িশার ভুবনেশ্বর অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের এক অনুষ্ঠানে শনিবার আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করলেন, ভারতে মুসলিমরা খুব সুখে আছেন। আর তার কারণ হল হিন্দু সংস্কৃতি। তিনি বলেছেন, হিন্দু সংস্কৃতির কারণে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী মুসলিমরা বাস করছেন ভারতেই।
তবে তিনি ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বলেই অভিহিত করেছেন। তিনি বলেছেন, আরএসএস ভাবধারায় ভারত হচ্ছে একটি হিন্দু রাষ্ট্র। সেটাই সবার জাতীয় পরিচয়, আমাদের সবার সামাজিক পরিচয়। এ ব্যাপারে আরএসএসের দৃষ্টিভঙ্গির কথা তুকে ধরে বলেন, ভারত হল হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র।
ভাগবত দাবি করেন, হিন্দু কোনো ধর্ম নয়, ভারতীয় সংস্কৃতি। আর ভারতে যারা বাস করেন তাদের সবার সংস্কৃতি হল হিন্দু সংস্কৃতি। তার মতে, যখন কোনো জাতি পথ হারায় তখন সঠিক পথের সন্ধানে আরএসএসের কাছে আসে। যখন ইহুদিরা পথ হারিয়ে ফেলেছিল, তখন একমাত্র ভারতই তাদেরকে আশ্রয় দিয়েছে। পারসিরা মুক্তভাবে তাদের ধর্ম চর্চা করতে পেরেছেন শুধু ভারতে।
তবে তিনি স্বীকার করেন, ভারতে অনেক মানুষ আছেন যারা তাদের হিন্দু পরিচয় দিতে লজ্জিত হন। অনেকে আছেন যারা বলেন, তারা হিন্দু হওয়ার জন্য গর্বিত। এমনও অনেকে আছেন যারা বলেন, তারা হিন্দু। কিন্তু অব্যাহতভাবে হিন্দু শব্দটা উচ্চারণে তারা রাগ দেখান। এমন কিছু মানুষ আছেন যারা তাদের হিন্দু পরিচয় নিয়ে সতর্ক।